হোম খুলনাযশোর কেশবপুরের রাফি পেল দেশ সেরা পদক, গর্বিত কেশবপুরবাসী

ভ্রাম্যমান প্রতিনিধি :

যশোরের কেশবপুর থেকে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ দেশ সেরা পদক পেল মুত্তাকী রায়হান রাফি। সে কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। কেশবপুরের মজিদপুর গ্রামের কৃতি সন্তান মুত্তাকী রায়হান রাফি যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন ও বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীনের একমাত্র ছেলে।

জানা গেছে, রাফি প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ বিষয়ভিত্তিক কুইজ গণিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার (২৭জুন-২৪) সকাল ৯ টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে রাফিসহ অন্যান্য বিজয়ীদের মাঝে পদক, সার্টিফিকেট ও উপহার হিসেবে নগত অর্থ তুলে দেন। মুত্তাকী রায়হান রাফি জানাই, “এত বড় সম্মান পাব তা আমি কল্পনা করতে পারনি, তাও স্বয়ং আমার দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে। এই সম্মান পাওয়ার জন্য আমি আমার শিক্ষক, পিতা-মাতা ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশ সেরা রাফির পিতা-মাতা তার সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। কেশবপুরের মজিদপুর গ্রামের ক্ষুদে কৃতি শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ দেশ সেরা পদক পাওয়ায় কেশবপুরবাসী গর্বিত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন