ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ডাক্তার পয়েন্ট হাসপাতাল লিঃ এ মেয়াদ উত্তীর্ণ ঔষধ, রি-এজেন্ট ও অপারেশনের ড্রেন টিউব সংরক্ষণের দায়ে ৫০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার অভিযানে ডাক্তার পয়েন্ট ফার্মেসিতে মেয়াদ উত্তির্ন ঔষধ রাখায় ৩ হাজার টাকা এবং আরও একটি হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।
এ বিষয়ে সংস্থাটির খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, মেয়াদ উর্ত্তীন ঔষধ ওটি সরঞ্জাম রি-এজেন্ট থাকায় এবং একটি হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় ২ প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।