হোম খুলনাযশোর কেশবপুরে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত নুরুজ্জামানের অবস্থার অবনতি, খুলনায় রেফার্ট

পরেশ দেবনাথ, ভ্রাম্যমান প্রতিনিধি:

কেশবপুরে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত নুরুজ্জামানের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনায় রেফার্ট করা হয়েছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে নিষেধ করায় উপজেলার সরফাবাদ (দক্ষিণপাড়া) গ্রামের গোলাম রসুল ওরফে আলিফ (২৩) ও আব্দুস সালম মোড়ল (৪২) এবং মির্জাপুর গ্রামের হাবিবুর রহমান (৪২) বুধবার সকাল ৮টার দিকে হাবিবের চায়ের দোকানের সামনে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মির্জাপুর গ্রামের আঃ করিম মোড়লের পূত্র নুরুজ্জামান (৩৫) এর উপর অতর্কিত হামলা চালায়। গোলাম রসুল ওরফে আলিফ তার হাতে থাকা ধারালো দা দিয়ে নুরুজ্জামানের মাথায় সজোরে কোপ মারলে সে মাটিতে লুটে পড়ে। এসময় আব্দুস সালাম মোড়ল ও হাবিবুর রহমান ইটদিয়ে নুরুজ্জামানের দুইপায়ের গোড়ালী এবং শরীরের বিভিন্ন স্থানে সজোরে আঘাত করে। এলাকাবাসি মারাত্মক আহতাবস্থায় নুরুজ্জামানকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২৭ জুন) সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, রাস্তা নির্মাণ নিয়ে এক যুবক আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন