হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে পারিবারিক পুষ্টি বাগানের জন্য ২৬২জনকে কৃষি উপকরণ বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় আশ্রয়নসহ ২৬২জন কৃষককে কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসব কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানান, এদিন আশ্রয়নসহ ২৬২জন কৃষক কৃষাণীকে ২১ প্রকার সবজি বীজ, ৬ প্রকার ফলের চারা, নেট, ঝাঝরি, সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক ইি জায়গা কোথাও পতিত থাকবে না। সেই লক্ষে বাড়ির আঙ্গিনা সহ আশপাশের পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান করার লক্ষ্যে কৃষকদের এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন