হোম অন্যান্যসারাদেশ মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে- প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য

মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে- প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য

কর্তৃক
০ মন্তব্য 100 ভিউজ

রিপন হোসেন সাজু, মণিরামপুর:
’মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। প্রতিমন্ত্রী বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে মণিরামপুর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরন করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উদ্বোধন ঘোষনা করেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সকলের উদ্দেশ্যে বলেন, সকলের মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে।

মাছ আমাদের শরীরে আমিষের চাহিদা পূরন করে। এজন্য সকল পর্যায়ের মানুষ ছোট ছোট জলাশয়ে মাছ চাষ করে হবে। মাছ যেমন মানুষের আমিষের চাহিদা পূরন করে, তেমনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সরকার মৎস্য ক্ষেত্র উন্নয়নের মাধ্যমে ব্যাপক পরিবর্তন এনেছে। জননেত্রীর শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মৎস্য খাত ব্যাপক এগিয়ে চলেছে। মৎস্য ক্ষেত্রের এ উন্নয়নের এ ধারা প্রতিটি মানুষের দোর গোড়ায় পৌছে দিতে হবে।

এরপর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন ও বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরন করে। পরে প্রতিমন্ত্রী মাসিক আইন শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে এ সকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তি বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ওসি রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা হিরক কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, খাদ্য কর্মকর্তা মামুন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, বন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ বায়েজিদ, সহকারী মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, আব্দুর রাজ্জাক, মশিয়ূর রহমান, জহুরুল ইসলাম, মনিরুজ্জামান মনি, গাজী মাযাহারুল আনোয়ারসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবি সংগঠন ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন