হোম খুলনাসাতক্ষীরা কালীগঞ্জে বসন্তপুর সিন্ডিকেটের কবলে কাস্টমসের গরুর লট নিলাম বাতিল

কালীগঞ্জে বসন্তপুর সিন্ডিকেটের কবলে কাস্টমসের গরুর লট নিলাম বাতিল

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

নীল ডুমুরে অবস্থিত ১৭ বিজিবির অধীনে বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির টহল দলের হাতে আটক ১৫ টি গরু, বাছুর, এড়ে গরুর লটের নিলাম সিন্ডিকেটের কবলে পড়ে লক্ষ্য পূরণের দাম না উঠায় কাস্টমসের নিলাম বাতিল করেছে নিলাম কর্তৃপক্ষ।

রবিবার (২ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর বিজিবির ক্যাম্প সংলগ্ন বসন্তপুর কাস্টমস গোডাউনের অফিসে এ ঘটনা ঘটে। সূত্র মতে সাতক্ষীরার ১৭ বিজিবি সদস্যদের হাতে আটক বিভিন্ন সীমান্ত থেকে ১৫ টি গরু, বাছুর, এড়ের ১ টি লট নিলামের জন্য রবিবার দুপুরে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়ে উপজেলা জুড়ে মাইকিং করা হয়। গতকাল নির্ধারিত সময়ে সাতক্ষীরার কাস্টমস এন্ড ভ্যাট অফিসের সুপারিনটেন্ট আব্দুল হাই, গোডাউন ইন্সপেক্টর মাহবুবুল আলম, ১৭ বিজিবি বসন্তপুর ক্যাম্পের হাবিলদার মহাসিন আলী এবং থানার উপ পরিদর্শ ফাহাদ হোসেনের উপস্থিতিতে এ নিলাম কার্যক্রম শুরু হয এ কারণে সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে নিলামে অংশ গ্রহণ করার জন্য বিভিন্ন শ্রেণীর, পেশা, রাজনৈতিক দলের সদস্যরা হাজির হয়। উক্ত নিলামে কম দামে কিনে নেবে বলে নিজেরা সিন্ডিকেট করে কম দামে ডাক শুরু হয় এতে করে সিন্ডিকেট সদস্যরা ৪ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত ডাক শেষ করলে কাস্টমসের নিলাম কর্তৃপক্ষ তাহা বাতিল করে ভিত্তি বললো ৫ লক্ষ টাকা থেকে শুরু করতে বলেন। এতে করে সিন্ডিকেটের সদস্যরা রাজি না হওয়ায় নিলাম কর্তৃপক্ষ নিলাম কার্যক্রম বন্ধু ঘোষণা করে পরবর্তীতে নিলাম কার্যক্রমের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান। পরে উপায়ান্তর না পেয়ে সিন্ডিকেটের সদস্যরা নিলাম কার্যক্রম অসম্পূর্ণ রেখে কাস্টমস ত্যাগগ করে চলে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন