হোম খুলনানড়াইল নড়াইলে গাড়ী পোড়ানো নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ

নড়াইলে গাড়ী পোড়ানো নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

নড়াইল অফিস:

সদ্য অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে কাজ করায় ঘোড়ার সমর্থক সিঙ্গাশোলপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান উজ্জল শেখের নেতৃত্বে আনারস প্রতিকের এক সমর্থকের গাড়ী পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ দিকে উজ্জলের শেখ দাবী করেছেন, তাকে ফাঁসাতে এবং এলাকার শান্তি বিগ্নিত করার হীন উদ্দেশ্যে গাড়ি মালিক নিউটন গাজী নিজেই নিজের পুরাতন লক্করঝক্কর গাড়িতে আগুন দিয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।

গোবরা গ্রামের নিউটন গাজীর বাবা আবুল হোসেন গাজী অভিযোগ করেন, নিউটন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী বিজয়ী চেয়ারম্যান আজিজুর রহমানের পক্ষে প্রচার প্রচারনায় অংশ নেয়ায় ঘোড়া প্রতিকের সমর্থক সিঙ্গাশোলপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান উজ্জল শেখের রোষানলে পড়ে। নির্বাচনের পরে তাকে দেখা নেয়ার হুমকি দেয়া হয়। এরই অংশ হিসেবে রবিবার দিবাগত মধ্যরাতে উজ্জল লোকজন নিয়ে নিউটনের বাড়ি চড়াও হয়ে বাড়ির বাইরে বসতঘর লাগোয়া টিন সেডে পাকিংএ থাকা নিউটনের এস করোলা প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

এ দিকে অভিযোগ অস্বিকার করে উজ্জল শেখ বলেন, আগুন দেয়ার ঘটনায় তিনি বা তার পক্ষের কেউ জড়িত নয়। ধুরন্ধার নিউটন একজন জামাতের সমার্থক বিজয়ী চেয়ারম্যান আজিজ ভূইয়ার পক্ষের অনুগ্রহ লাভের আশায় নিজেই নিজের পুরাতন গাড়িতে আগুন দিয়েছে। তিনি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটেনের দাবি জানান। কোন প্রকার প্রমান ছাড়া আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ এনেছে। আমি এখন এলাকাতে নেই ব্যবসায়িক কাছে বাইরে আছি।

বিষয়টি তদন্ত করে দেখার কথা বলছেন সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন