নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরর জরাজীর্ণ বেঁড়িবাধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের সচিব নাজমুল আহসান। তিনি আজ শনিবার দপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী পরিদর্শন করেন। এর আগে তিনি খুলনা জেলার কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত বেড়িবাধ ঘুরে ঘুরে দেখেন।
এসময় তার সাথে ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিদুৎ কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সবিবুর রহমান, সাতক্ষীরা পানিউন্নয় বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার, উপ-বিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলামসহ অন্যান্যরা।
পানি উন্নয়ন বোর্ডের সচিব নাজমুল আহসান এসময় ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়ার পাশাপাশি বেঁড়িবাধের ধারে বনায়ন কর্মসুচির প্রকল্প হাতে নেয়া হবে বলে সাংবাদিকেদের জানান। এছাড়া মেগা প্রকল্পের ফান্ড জটিলতা নিরসনসহ এনডিআর প্রকল্পের বরাদ্দ দ্বিগুন করার আশ্বাস দেন।