হোম অন্যান্যশিক্ষা জবিতে ইমামকে অব্যাহতি: প্রতিবাদ বিক্ষোভে প্রশাসনের বাধা

জবিতে ইমামকে অব্যাহতি: প্রতিবাদ বিক্ষোভে প্রশাসনের বাধা

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ

জবি প্রতিনিধি :

ভিত্তিহীন ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামকে অব্যাহতির অভিযোগ তুলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে স্লোগান সহকারে মিছিল নিয়ে আগাতে থাকেন কয়েক’শো শিক্ষার্থী। মিছিলটি শান্ত চত্বর হয়ে বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধায় শেষ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের সাথে তাদের দাবির বিষয়ে কথা বলেন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

জানা যায়, গত ১৮ মে নারীদের নামাজের স্থানে এশার নামাজের পর অসুস্থ এক ছাত্রী ঘুমিয়ে পড়েন। পরে ইমাম মো. ছালাহ উদ্দিন কয়েকজন সিকিউরিটি গার্ড ডেকে ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলে পৌঁছে দিতে বলেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ইমামকে সাময়িক অব্যহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে প্রশাসন। যদিও এ বিষয়ে ওই ছাত্রী কোনো লিখিত অভিযোগ দেননি।

এদিকে ইমামের অব্যহতির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ ও সমালোচনার ঝড় তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, মূল ঘটনার সূত্রপাত গত ১৭ মার্চ থেকে। সেদিন জাতীয় শিশু দিবস এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে মসজিদের মিম্বরের পাশে নারী-পুরুষ সবাইকে একসাথে বসিয়ে বক্তব্য দিয়েছিলেন মহিলা উপাচার্য সাদেকা হালিম। এ ঘটনার ছবি ভাইরাল হলে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। এ ঘটনায় কয়েকটি গণমাধ্যমের সংবাদকর্মীরা ইমামকে প্রশ্ন করলে বক্তব্য দেন ইমাম সালাহ উদ্দিন। বক্তব্যে মসজিদে নারী-পুরুষ একত্রে বসা ইসলামি বিধানের লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। এরপর ইমামকে উপাচার্য দপ্তরে ডেকে নিয়ে তিরস্কার করা হয়। এ ঘটনার জের ধরেই ইমামকে অব্যহতি দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের ধারণা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন