হোম খুলনাবাগেরহাট ঘূণিঝড় রিমাল: ফকিরহাটে কন্ট্রোল রুম খোলা হয়েছে

ঘূণিঝড় রিমাল: ফকিরহাটে কন্ট্রোল রুম খোলা হয়েছে

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে আকাশ মেঘাচ্ছন্ন। রোববার ভোর থেকে হালকা দমকা বাতাসের পাশাপাশি থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

এদিকে রিমেলের মোকাবিলায় প্রস্তুতি হিসেবে ফকিরহাট উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা জানান, ঘূর্ণিঝড় ‘রিমাল মোকাবিলায় ২টি আশ্রয় কেন্দ্রসহ ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার উপযোগী করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ঘূণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। জরুরী মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রয়েছে ফায়াস সার্ভিস। এছাড়া বিভিন্ন জায়গায় মাইকিং করে জনগনকে সর্তক করা হচ্ছে। সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কতা বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন