হোম ঢাকানরসিংদী রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় ২৬ জনের নামে মামলা

রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় ২৬ জনের নামে মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

অনলাইন ডেস্ক:

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে গিয়ে হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে নিহতের বাবা নাসির উদ্দিন বাদী হয়ে হত্যা মামলাটি করেন।

শনিবার (২৫ মে) রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মামলায় প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলার মেথিকান্দা এলাকার আবিদ হাসান রুবেলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও ২৬ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে তৃতীয় ধাপের নির্বাচনী প্রচারনায় গত বুধবার (২২ মে) বিকালে রায়পুরার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মামদেরকান্দি এলাকায় যান তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া ও তার কর্মী-সমর্থকরা।

এসময় প্রতিদ্বন্দ্বী অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা মো. সুমন মিয়ার গাড়ি ভাঙচুর করাসহ তাদের ওপর হামলা করে। এসময় গুরতর আহত হন সুমন মিয়া। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে দুই দফা জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন