হোম জাতীয় মুচলেকা দিলেন নির্বাচনী লিফলেটের সঙ্গে টাকা বিতরণকারী চেয়ারম্যান

মুচলেকা দিলেন নির্বাচনী লিফলেটের সঙ্গে টাকা বিতরণকারী চেয়ারম্যান

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

জাতীয় ডেস্ক:

ভোলার বোরহানউদ্দিনে আনারস প্রতীকের লিফলেটের সঙ্গে টাকা বিতরণকারী ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (১৮ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতরে উপস্থিত হয়ে ক্ষমা চান। এছাড়া ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করে এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা দেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন জানান, সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা আনসর প্রতীকের লিফলেটের সঙ্গে টাকা বিতরণ করছেন এমন ছবি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাচাই বাছাইয়ে সত্যতা পাওয়ায় মহিবুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন জানান, শনিবার রাতেই মহিবুল্লাহ মৃধা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর উল্লাহ চৌধুরীসহ এসে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। তিনি ক্যানসারে আক্রান্ত। তাকে সতর্ক করা হয়েছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মহিবুল্লাহ মৃধা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারকে লিফলেটের সঙ্গে টাকা দেয়ার ছবি শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন