হোম অন্যান্যশিক্ষা ২১ ও ২২ মে বন্ধ থাকবে ইবির ক্লাস-পরীক্ষা

২১ ও ২২ মে বন্ধ থাকবে ইবির ক্লাস-পরীক্ষা

কর্তৃক Editor
০ মন্তব্য 103 ভিউজ

ইবি প্রতিনিধি:

উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগামী মঙ্গলবার ও বুধবার (২১ ও ২২ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

রোববার (১৯ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তথ্যটি জানা যায়।

প্রজ্ঞাপন সূত্রে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণায়ের স্বারক মোতাবেক ১৫৭ টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন মঙ্গলবার (২১ মে) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় উক্ত নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় ওইদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।

এদিকে, আগামী বুধবার (২২ মে) বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমুহ বন্ধ থাকবে।

তবে অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন