হোম আন্তর্জাতিক গাজায় মার্কিন ভাসমান জেটিতে ভিড়লো ত্রাণের জাহাজ

গাজায় মার্কিন ভাসমান জেটিতে ভিড়লো ত্রাণের জাহাজ

কর্তৃক Editor
০ মন্তব্য 124 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজায় সাগর দিয়ে মানবিক ত্রাণ সহায়তা বৃদ্ধি করতে যে ভাসমান জেটি নির্মাণ করা হয়েছে, তাতে ত্রাণবাহী জাহাজ নোঙর করতে শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেনট্রম)।

সেনট্রমের বিরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ মে) স্থানীয় সময় সকালে গাজা উপকূলের ভাসমান ওই জেটিতে একটি জাহাজ নোঙর করে।

সেনট্রম বলছে, জাতিসংঘের তত্বাবধানে জাহাজটির মানবিক এ সহায়তা এখন ট্রাকের মাধ্যমে গাজাজুড়ে বিতরণ করার প্রস্তুতি চলছে।তবে কোনো মার্কিন সেনা গাজায় প্রবেশ করেনি বলে নিশ্চিত করেছে সেনট্রম।

যুক্তরাষ্ট্রের ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, অস্থায়ী এই জেটিতে ত্রাণ নামানোর পর সড়কপথে তা গাজায় নেয়া হবে। প্রাথমিক লক্ষ্য অনুযায়ী প্রতিদিন প্রায় ৫০০ টন মানবিক সহায়তা গাজায় পৌঁছানো হবে।

সেই হিসেবে প্রতিদিন ৯০টি করে ট্রাক গাজায় প্রবেশ করবে। জেটিটি পুরো সম্পূর্ণ হয়ে গেলে প্রতিদিন ১৫০টি ট্রাক ভর্তি ত্রাণ গাজায় যাবে।

তিনি আরও বলেন, আমাদের মনোযোগ হচ্ছে মানবিক সহায়তা প্রদান যাতে করে স্থলপথে সহায়তা পাঠানোর অভাব পূরণ করা যায়। আমরা জানি স্থলপথে সাহায্য বিতরণ করা হচ্ছে সবচেয়ে কার্যকর উপায়।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে নেতানিয়াহু বাহিনী রাফার পাশাপাশি ফিলিস্তিনের উত্তর গাজায় ভয়াবহ যুদ্ধে নেমেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে বেসামরিক নাগরিকদের জীবন।

ইসরাইলি হামলা থেকে জীবন বাঁচাতে গাজার বহু বাসিন্দা আশ্রয় নেয় রাফায়। শহরটি হয়ে ওঠে গাজার বাসিন্দাদের লাইফলাইন। কিন্তু সেখানেও ইসরাইলি সেনারা ব্যাপক হামলা শুরু করলে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি, এ নিয়ে মার্কিন সরকারেরও তোপের মুখে পড়ে ইসরাইল।

এবার নেতানিয়াহু সরকার রাফার আগ্রাসন মন্থর রেখে ফের উত্তর গাজায় হামলা শুরু করেছে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা হামাস নির্মূলের জন্য প্রস্তুত।

হামাসের সুড়ঙ্গ এবং হামাস যোদ্ধাদের ধ্বংস করতে রাফায় হামলা চালানো হচ্ছে। এরই মধ্যে হামাসের কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছি।’

তবে এর জবাবে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, ‘যে কোনো মূল্যে হামাস ফিলিস্তিনি বেসামরিকদের রক্ষা করবে।’

ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় গেল ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন