নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় জুয়েলারি এসোসিয়েশনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের কোরাইশি রেস্তোরাঁয় এর আয়োজন করে জেলা জুয়েলার্স এসোসিয়েশন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন(বাজুস) এর সহসভাপতি মোঃ রিপনুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১১ সাল থেকে জুয়েলারি এসোসিয়েশনের কোন নির্বাচন ছাড়াই কমিটি গঠিত হয়ে আসছে। ঢাকা থেকে অর্থের বিনিময়ে নির্বাচন ছাড়াই এই কমিটি বাস্তবায়ন করে নিয়ে আসা হয়। এটি বন্ধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার দাবি জানান বক্তারা।
জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাজুস কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ উত্তম বনিক, কার্যনির্বাহী সদস্য মোঃ ওয়াহেদুজ্জামান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠুসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু।