হোম অর্থ ও বাণিজ্য বেক্সিমকোর বন্ডে করমুক্ত বিনিয়োগের নতুন সম্ভাবনা

বেক্সিমকোর বন্ডে করমুক্ত বিনিয়োগের নতুন সম্ভাবনা

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

ব্যাপক বিনিয়োগের লক্ষ্যে জিরো কুপন বন্ড বাজারে ছেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো। যেখানে থাকছে ১৫ শতাংশ মুনাফার সুযোগ। করমুক্ত বিনিয়োগ সুবিধার কারণে বন্ড বাজারে বেক্সিমোর এই উদ্যোগ নতুন সম্ভাবনা জাগিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

‘মায়ানগর প্রকল্প’ নামে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে প্রায় ১০০ একর আয়তনের পরিবেশবান্ধব প্রকল্পটিতে গড়ে তোলা হবে ১৮ হাজার অ্যাপার্টমেন্ট। থাকবে হোটেল, কনভেনশন সেন্টার, শপিংমল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা। শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করবে বেক্সিমকো।

এই উদ্যোগ বাস্তবায়নে উচ্চ হারের রিটার্নে বাজারে ১ হাজার ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছেড়েছে প্রতিষ্ঠানটি। এর ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ। অর্থাৎ প্রতি ১ লাখ টাকা বিনিয়োগে মাসিক রিটার্ন ১ হাজার ২৫০ টাকা আর মূলধনসহ পাঁচ বছরে মোট ফিরবে ১ লাখ ৭৫ হাজার টাকা।

এই বন্ড বিক্রির সমন্বয়ক হিসেবে রয়েছে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে সাড়া ফেলেছে বন্ডটি।

আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড সিইও ইমরান আহমেদ বলেন, যে প্রকল্প হতে যাচ্ছে, তার পুরো সম্পদই সিকিউরিটি হিসেবে দেয়া হয়েছে। তাই যেকোনো বিনিয়োগকারীর খুব সহজেই বুঝতে পারার কথা কতটা নিরাপদ।

বন্ড হচ্ছে একধরনের ঋণ চুক্তি, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বাজারে ঋণপত্র ছেড়ে অর্থ সংগ্রহ করে থাকে। যা বিনিয়োগ বাড়াতে ব্যাংকের ওপর চাপ কমায়। তবে বুঝে শুনে বন্ডে বিনিয়োগের পরামর্শ এই বিশেষজ্ঞের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন বলেন, পুরো দেড় হাজার কোটি টাকার এক-তৃতীয়াংশই চলে যাচ্ছে এমন খাতে যেখানে কোনো প্রোডাক্টিভিটি নাই। তবে বাকি যে ১ হাজার কোটি টাকার বিনিয়োগে যথেষ্ট উচ্চ রেট পাওয়া যেতে পারে, তাই বিনিয়োগের আগে চুলচেরা বিশ্লেষণ করেই মাঠে নামা উচিত।

বেক্সিমকো জানিয়েছে, আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই বন্ড কেনা যাবে ১৫ মে পর্যন্ত। এদিন থেকে পাঁচ বছরে ৬০ কিস্তিতে গ্রাহক ফিরে পাবেন তার মূলধন ও মুনাফা। পাঁচ বছরের মধ্যে কোনো গ্রাহক চাইলে এই বন্ড ভাঙতে পারবেন না। এখানে বিনিয়োগের সর্বনিম্ন সীমা ৫০ হাজার টাকা করা হলেও রাখা হয়নি সর্বোচ্চ সীমা।

বন্ড থেকে তোলা দেড় হাজার হাজার কোটি টাকার মধ্যে ১ হাজার কোটি টাকা মায়ানগর প্রকল্প উন্নয়নে আর বাকি ৫০০ কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন