হোম জাতীয় রোদে গলল সড়কের পিচ, তদন্তে দুদক

রোদে গলল সড়কের পিচ, তদন্তে দুদক

কর্তৃক Editor
০ মন্তব্য 140 ভিউজ

জাতীয় ডেস্ক:

যশোরে তাপপ্রবাহে পিচ গলা সড়কে তদন্তে নেমেছে দুদক। বৃহস্পতিবার (২ মে) দুপুর ২টায় যশোর নড়াইল সড়কে বিভিন্ন পয়েন্টে সড়কের গলা পিচ পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রা দেখেন দুদকের কর্মকর্তারা।

খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। চলতি মৌসুমে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দুই সপ্তাহ আগ থেকেই প্রচণ্ড এ তাপপ্রবাহের কারণে গলতে শুরু করে যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়কের পিচ। এ নিয়ে সময় টিভিতে প্রতিবেদন প্রকাশিত হয়।

পরিবহন শ্রমিক, নেতাসহ সচেতন মহলের দাবি দুর্নীতি করতে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় পিচ গলে যাচ্ছে। এতে করে যানবাহন চলাচলে সমস্যায় পড়ছেন চালকরা। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে যশোর নড়াইল সড়কে বিভিন্ন পয়েন্টে সড়কের গলা পিচ পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রা দেখেন দুদকের কর্মকর্তারা।

দুদক যশোরের উপপরিচালক মো. আলামিন হোসেন বলেন, ‘আমরা বেশ কয়েকটি পয়েন্টে সড়কের কাজ পরীক্ষা করেছি। সড়কে গলা পিচ দেখতে পেয়েছি। এ কাজ নিম্নমানের পিচ দিয়ে করা বলে মনে হচ্ছে। আমরা বিস্তারিত তদন্ত করে দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিল করব। এরপর কেন্দ্রীয় কার্যালয় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে সড়ক পরিদর্শনকালে দুদকের কর্মকর্তাদের সঙ্গে সড়ক বিভাগের দুইজন সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সড়ক বিভাগের তথ্য মতে, চার মাস আগে যশোর-নড়াইল আঞ্চলিক মহাসড়কে পাথর কার্পেটিংয়ের কাজ করা হয়। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৩৫ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন