হোম আন্তর্জাতিক অস্থিতিশীল আবহাওয়া: বেসরকারি সব স্কুলে দুই দিন অনলাইনে ক্লাস

অস্থিতিশীল আবহাওয়া: বেসরকারি সব স্কুলে দুই দিন অনলাইনে ক্লাস

কর্তৃক Editor
০ মন্তব্য 171 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে, স্কুল-কলেজ খোলা থাকবে নাকি বন্ধ তা নিয়ে দেশজুড়ে নানা আলোচনা। তবে এর উল্টো চিত্র আরব আমিরাতে। গরম নয়, ভারি বৃষ্টির কবলে পড়তে পারে দুবাই; যার কারণে শিক্ষা কার্যক্রম নিয়ে এসেছে নতুন ঘোষণা।

দুবাই সরকার ঘোষণা করেছে যে, ‘সম্ভাব্য অস্থিতিশীল আবহাওয়ার’ কারণে দুবাইয়ের সব বেসরকারি স্কুলে বৃহস্পতিবার (২ মে) এবং শুক্রবার (৩ মে) অনলাইনে ক্লাস হবে।

শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে দুবাইয়ের নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি (কেএইচডিএ) বলেছে যে, নির্দেশনাটি সব প্রাইভেট স্কুলের পাশাপাশি নার্সারি এবং বিশ্ববিদ্যালয়ের জন্যও প্রযোজ্য।

দুবাইয়ের কিছু বেসরকারি স্কুল সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে অনলাইন ক্লাসের সম্ভাবনা এবং প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে ইতোমধ্যেই অভিভাবকদের অবহিত করেছে।

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আঘাত হানা তীব্র ঝড়ের কারণে সরকারি-বেসরকারি সব স্কুল অনলাইন ক্লাস চালু করে। অস্থিতিশীল আবহাওয়ার প্রভাবের কারণে যার মেয়াদ পরে আবার কয়েক দিনের জন্য বাড়ানো হয়।

এদিকে, ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সোমবার অস্থিতিশীল আবহাওয়া পরিস্থিতির জন্য প্রস্তুতির ঘোষণা দিয়েছে।

সূত্র: খালিজ টাইমস

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন