জাতীয় ডেস্ক:
রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় আটক আসামিদের মধ্যে ৬ জনের ২ দিনের রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ২ দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরানের আদালতে আনা হয়। পরে আদালতে শুনানি শেষে আবারও আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। আসামিদের মধ্যে থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় ব্যবহৃত চাঁদের গাড়ির ড্রাইভার কফিল উদ্দিন ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করেন।
আসামিরা হলেন: লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), লাল লম থার বম প্রকাশ আলম (৩১) মিথুসেল বম প্রকাশ আমং (২৫), লাল রুয়াত লিয়ান বম (৩৮), ভানলাল বয় বম (৩৩), কফিল উদ্দিন সাগর (৩০)।
উল্লেখ্য, বান্দরবান রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।