হোম আন্তর্জাতিক বাংলাদেশসহ ১০টি দেশে জরুরি মেডিকেল সামগ্রী পাঠানো হবে : জ্যাক মা

বাংলাদেশসহ ১০টি দেশে জরুরি মেডিকেল সামগ্রী পাঠানো হবে : জ্যাক মা

কর্তৃক
০ মন্তব্য 108 ভিউজ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশকে মাস্ক, রোগ শনাক্তকরণ কিটসহ জরুরি মেডিকেল যন্ত্রপাতি সহায়তাদানের ঘোষণা দিয়েছেন চীনা ধনকুবের ব্যবসায়ী জ্যাক মা। তবে এ তালিকায় ভারতের নাম নেই।

এর আগে গত সোমবার জ্যাক মা টুইটারে জানান, জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে জরুরি সামগ্রী পাঠানো হচ্ছে।

বৈশ্বিক মহামারির আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৮৫ জনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭৭ হাজার ৫০০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৭১১ জন।  এরই মধ্যে বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। চীনে নানা ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার পর ভাইরাসটি নিয়ন্ত্রণে আনা গেলেও বিশ্বে তা ভয়াবহ আকার নিয়েছে। বার্তা সংস্থা বিএনও নিউজ এ খবর জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন