ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আসছে নতুন মাদক। ফেন্সিডিলের বিকল্প হিসাবে এই মাদক ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে প্রবেশ করছে বলে জানা গেছে।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক সোমবার সকালে কাজীরবেড় ইউনিয়নের কাজীরবেড় গ্রামের বাঁশঝাড়ের মধ্যে হতে পলিয়ানপুর বিজিবির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় উরধষবী উঙ্গ সিরাপ আটক করে।
এবিষয়ে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার সাথে আলাপকালে জানা গেছে , উরধষবী উঈ সিরাপটিতে ফেন্সিডিলের ন্যায় অনুরুপ উপাদান থাকায় সিরাপটি ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে কাজ করে। বিজিবি কর্তৃক ফেন্সিডিলের ব্যাপারে ব্যাপক অভিযান পরিচালনার কারণে মাদক চোরাকারবারীরা উক্ত ফেন্সিডিলের বিকল্প হিসেবে উরধষবী উঙ্গ সিরাপটি পার্শ্ববর্তী দেশ হতে নিয়ে আসছে, যা সাধারণ মানুষের কাছে অপরিচিত হলেও মাদককারবারীদের কাছে মাদক হিসেবেই পরিচিত।