হোম অন্যান্যসারাদেশ করোনার মধ্যেও নির্বিঘ্নে সেবা দিয়ে যাচ্ছেন ইপিআই সালাউদ্দিন

করোনার মধ্যেও নির্বিঘ্নে সেবা দিয়ে যাচ্ছেন ইপিআই সালাউদ্দিন

কর্তৃক
০ মন্তব্য 89 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:
দেশে করোনার মত পরিস্থিতিতে এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্বাস্থ্য সেবা। দিশেহারা রোগীরা। কিছুটা গা ঢাকা দিয়েছে বা নিজেকে গুটিয়ে রেখেছে ডাক্তাররা। যে সব ডাক্তারের দিন গেলে লক্ষ টাকা কামাই হতো, তাদের আর দেখা যায় না চেম্বারগুলোতে। সরকারি হাসপাতাল গুলোও অনেকটা নির্দিষ্ট কিছু সেবা ছাড়া বাকিটা দায়িত্ব শূণ্য।

এর মধ্যেও দেবহাটার সখিপুর স্বাস্থ্য কম্পেক্সে দেখা গেছে বিভিন্ন রুগীদের যাতায়াত। সেখানে রুগীরা পাচ্ছে স্বাস্থ্য সেবা। হয়ত পরিপূর্ণ চিকিৎসা সেবা মিলছে না। তবুও স্বাস্থ্য বিধি মেনে দায়িত্ব পালন করছে অনেকেই। সেবা নিতে হাসপাতালে ভীড় দেখা গেছে শিশু ও নারীদের। এর মধ্যে উক্ত উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. সালাউদ্দিন নির্ভয়ে নির্বিঘ্নে সেবা দিয়ে যাচ্ছেন রুগীদের।

তার দীর্ঘদিনের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও সুনাম কুড়িয়েছেন বলে জানা যায়। করোনায় সকল স্বাস্থ্যবিধি মেনে তার তত্বাবধানে সকল শিশু ও নারীদেরকে টিকা দেওয়া হচ্ছে নিয়মিত। প্রতি দিনে প্রায় ৯০-১১০ জন পর্যন্ত শিশু ও নারীকে ইপিআই টিকা প্রদান করছেন তিনি।

কোন শিশু ও নারী যাতে সরকারি সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য মো. সালাউদ্দিন প্রনিয়ত তার দায়িত্বের চেয়ারের বাইরে সময় নষ্ট করেন না।নির্ভীক মো. সালাউদ্দিনের নেতৃত্বে দায়িত্ব পালন করে যাচ্ছেন এইচ.এ শেখ রাশেদুল ইসলাম, দেবাশিশ সরদার, পঙ্কজ কুমার এবং এ.এইচ.এ আসাদুল ইসলাম। ইপিআই সালাউদ্দিনের স্বচ্ছ নেতৃত্বে সহকারিদের এই সেবা প্রদানে বিভিন্ন এলাকার শত শত সেবা গ্রাহীতাদের মধ্যে খুশি প্রকাশ করতে দেখা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন