জাতীয় ডেস্ক:
ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আম্মান সিদ্দিকীকে দুই দিনের রিমান্ড শেষে আবারও আদালতে নেয়া হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে তাকে হাজির করানো হয়।
এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
গত সোমবার (১৮ মার্চ) অবন্তিকা মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি সহপাঠী আম্মান সিদ্দিকীকে দুই দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে গ্রেফতারের পর কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এরপর রোববার রাতে তাদেরকে কুমিল্লায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে শনিবার রাতে মামলা করেন।
শুক্রবার (১৫ মার্চ) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা।