হোম খুলনাযশোর জাতীয় শিশু দিবস: যশোরে আশা’র উদ্যোগে চার শ’ আসহায় রোগীর চিকিৎসা সেবা-ওষুধ বিতরণ

জাতীয় শিশু দিবস: যশোরে আশা’র উদ্যোগে চার শ’ আসহায় রোগীর চিকিৎসা সেবা-ওষুধ বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 90 ভিউজ

যশোর অফিস:

যশোরে রূপদিয়া বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানে ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আশার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যম্পের আয়োজন করা হয়।

সোমবার (১৮মার্চ) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আশা রূপদিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে দিনব্যাপী ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, পুরুষ, নারী ও শিশুদের বিভিন্ন সমস্যার ব্যবস্থাপত্র প্রদানসহ নানা উপসর্গের প্রায় ৪০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। একই সাথে তাদের ওষুধও দেয়া হয়।

এর আগে ফ্রী মেডিকেল ক্যম্পের উদ্বোধন করেন, আশা সিনিয়ার ডিস্ট্রিক ম্যানেজার (এসডিএম)মোঃ মোমিন আলী। উপস্থিত ছিলেন, সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার (ডিএম) জামাল হোসেন, ডা.হুমায়ুন কবীর, ডিএমএফ ইদ্রিস আলী খান, ফিজিওথেরাপিস্ট সুচিতা সাহা দৃষ্টি প্রমুখ।

সেবা নিতে আসা আতিয়ার রহমান, আজগার আলী ও রিমিয়া খাতুন বলেন, আমরা গ্রামের মানুষ শহরের স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন যেতে পারিনা তাই আশার উদ্যোগে এমন স্বাস্থ্য সেবায় আমরা অত্যন্ত খুশি। এখানে আমরা ডায়াবেটিসসহ নানা রোগে চিকিৎসা সেবা পেয়ে থাকি। এখানে বিনামূল্যে ওষুধও দেয়া হয়। আরও বলেন, বিশেষ দিবসগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছে আশা’র ফ্রী মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীগন। এতে আমাদের উপকার হয়।

আশা সিনিয়ার ডিস্ট্রিক ম্যানেজার (এসডিএম)মো. মোমিন আলী বলেন, আশা’র স্বাস্থ্য সেবা কার্যক্রম এর সহায়তায় যশোরের দুটি স্বাস্থ্য কেন্দ্রে সেবা প্রদান করা হয়। এলাকার গরিব অসহায় সাধারণ মানুষদের স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে এর কার্যক্রম শুরু হয়। সপ্তাহে ছয় দিন এ চিকিৎসা সেবা দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন