রাজনীতি ডেস্ক:
বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেললে প্রতিদিন সরকারের কাছ থেকে হুমকি পেত না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে বিএনপির কারামুক্ত যুবদল নেতা রেজাউল করিমের বাসায় সাক্ষাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপি নেতাদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন মঈন খান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী করে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।
ড. মঈন খান বলেন, রমজানের দিনে বাংলাদেশের তৃণমূল মানুষ ইফতার ক্রয় করতে পারছে না। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে।
এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ‘বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেললে প্রতিদিন সরকারের কাছ থেকে হুমকি পেতাম না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করে বলেন, সরকার শুধু বিরোধী দলকে নির্যাতনই নয়, নিশ্চিহ্ন করে দিতে চায়। সরকার গায়ের জোরে বাকশাল কায়েম করে দেশ শাসন করছে।