মেল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটে মঙ্গলবার (৪ মার্চ) বিকালে ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প’র সহযোগিতায় ও অস্ট্রেলিয়ান এইড এবং ট্রান্সফর্ম এইড, বাংলাদেশ এর অর্থায়নে শিশু নির্যাতন, বাল্য বিবাহ. মাদক ও শিশু শ্রম প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলাধীন সরসপুর মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিমনার(ভূমি) তাহমিনা সুলতানা নীলা। সভাপতিত্ব করেন আটজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া।
বিশেষ অতিথি ছিলেন কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, ব্যাপ্টিষ্ট’র ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিন্দ্র নাথ, লাইভলী হুড সুপার ভাইজার যোহন বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী নরেন্দ্র নাথ পাহান, সিমন কুমার ত্রিপুরা। সঞ্চালনা করেন ভিডিএফ সভানেত্রী শিল্পী মজুমদার প্রমুখ।