হোম জাতীয় দাউ দাউ করে জ্বলছে সুগার মিল, আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

দাউ দাউ করে জ্বলছে সুগার মিল, আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

কর্তৃক Editor
০ মন্তব্য 114 ভিউজ

জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের কর্ণফুলীতে ভয়াবহ আগুনে এখনও পুড়ছে এস আলম সুগার মিল। এই কারখানার আগুন অন্য কারখানায় ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী।

সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে ওই মিলে আগুন লাগে। তিন ঘণ্টার বেশি সময় পার হয়েছে। এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। তাই নৌবাহিনী আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনির মিলটির গোডাউনে আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী, আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নেভানোর কাজ শুরু করে।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ৬ টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও ৬টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এই ১২টি ইউনিটের সঙ্গে নৌবাহিনীও যোগ দিয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন