হোম জাতীয় নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

জাতীয় ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জারুলছড়ি এলাকায় মাইন বিস্ফোরণে ইব্রাহিম (৪২) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে।

শনিবার (২ মার্চ) বিকেলে সদর ইউনিয়নের আষাঢ়তলী এলাকায় ৪৬ ৪৭নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম ৮নং ইউনিয়নের মেহের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে ইব্রাহিম সীমান্ত এলাকায় গরু চরাতে গেলে জিরো পয়েন্ট এলাকায় মাইন বিস্ফোরিত হয়।মাইনের আঘাতে তার শরীরের এক অংশ ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘শনিবার বিকেলে ইব্রাহিম নামে এক লোক মাইন বিস্ফোরণে আহত হয়েছে। তাকে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে গরু চরাতে গিয়েছে শুনেছি। তবে আসল কারণ জানি না।’

সীমান্ত এলাকায় গরু আনা-নেয়া ও চোরাচালানের সময় প্রায়ই মাইন বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি নাগরিক আহত হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন