আন্তর্জাতিক ডেস্ক:
দুটি অপহরণ এবং অপর দুটি অপহরণের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে রুহেল চৌধুরী নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক নাগরিকের বিরুদ্ধে। পলাতক এই আসামিকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা) পর্যন্ত অর্থ পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
এফবিআই এক বিজ্ঞপ্তিতে বলেছে, নিউইয়র্কের কুইন্সের হলিস, কুইন্স ভিলেজ এবং জ্যামাইকা এলাকায় যাতায়াত রয়েছে রুহেল চৌধুরীর। তিনি পুরনো গাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত থাকতে পারেন।
মূলত, নিউইয়র্কের কুইন্সে ২০২৩ সালের ২৭ মার্চ এবং ১১ মে তারিখে ঘটে যাওয়া দুটি অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুহেল চৌধুরীকে খুঁজছে পুলিশ। তিনি এবং অন্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা রাস্তায় অপহরণের পর ভুক্তভোগীদের ছিনতাই ও নির্যাতন করেছেন। অপহরণের শিকার ব্যক্তিদের মাদক প্রয়োগ করা হয়েছে বলেও এফবিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এছাড়া একজন ভুক্তভোগীকে যৌন নির্যাতন করেছিলেন রুহেল চৌধুরী। সেই ভুক্তভোগীর জন্য মুক্তিপণ চাওয়া হয়েছিল বলেও জানিয়েছে এফবিআই।
অভিযোগ রয়েছে, অপহরণের পর ভুক্তভোগীদের কুইন্সের বিভিন্ন স্থানে আটকে রাখতেন রুহেল চৌধুরী। অপহরণের শিকার ব্যক্তিদের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে গাড়ি সরবরাহ করতেন এবং বিভিন্ন সময় নিজেই সেসব চালাতেন। রুহেল ভুক্তভোগীদের মারধর ও হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।
ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্ট, নিউইয়র্কের ইস্টার্ন ডিসট্রিক্ট, ব্রুকলিন এবং নিউইয়র্কে চলতি বছরের ৯ জানুয়ারি রুহেল চৌধুরীকে গ্রেফতারের জন্য একটি ফেডারেল পরোয়ানা জারি করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি অপহরণ এবং দুটি অপহরণের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছিল।
এদিকে, রুহেল চৌধুরীর সঙ্গে অস্ত্র থাকতে পারে বলে এফবিআইয়ের বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। রুহেল চৌধুরীর ব্যাপারে কোনো তথ্য জেনে থাকলে নিকটস্থ এফবিআই দফতর অথবা আমেরিকান দূতাবাসে যোগাযোগের জন্য বলা হয়েছে।
সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, নিউইয়র্ক ডেইলি নিউজ