হোম খুলনানড়াইল নড়াইলে ক্লিনিককে স্বাস্থ্য বিভাগের অভিযান

নড়াইল অফিস:

নড়াইলের স্বাস্থ্য বিভাগ বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন। ৩ মার্চ রোববার দুপুরে অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। পরিচারনা কালে ল্যাবস্টার ডায়াগনস্টিক সেন্টারে কোন টেশনিশিয়ান না থাকাসহ বিভিন্ন অব্যবস্থাপনার কারনে বন্ধ ঘোষনা করা হয়েছে।

এছাড়া বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারের হরমন পরীক্ষার অনুমোদন না থাকলেও তারা হরমন পরীক্ষা করার কারনে মেশিন জব্দ করা হয়েছে। অপরদিকে নাঈমা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসক না থাকা, সেবিকাদের জন্য আলাদা রুম না থাকাসহ চরম অবস্থাপনা থাকলেও কোন ব্যবস্থা না নিয়ে সতর্ক করলেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মিযানুর রহমান উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ড. সাজেদা বেগম বলেন, বর্তমান সরকারের যে নির্দেশনা গুলো এসেছে দশটা বিষয়ে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই অভিযান এবং এটা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন প্রত্যেকটি ক্লিনিকে লাইসেন্স দেয়ালে প্রদর্শন করতে হবে। যে কারণে ক্লিনিককে তালাবদ্ধ করা হয়েছে তার অন্যতম কারণ এখানে যে রিএজেন্ট গুলো রয়েছে সেগুলোর মেয়াদ ঠিক নেই। কাগজ-কলমে অনেকের উপস্থিতি থাকলেও বাস্তবে তাদের অস্তিত্ব মেলেনি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদের এই অভিযান অবাধ্য থাকবে বলে জানান তিনি। তিনি আরো বলেন ,অন্য ক্লিনিকগুলোকেও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন