হোম রাজনীতি ‘ভুয়া স্লোগান’ দিয়ে ‘গায়েব’, জামিনের পর প্রকাশ্যে বিএনপির আব্দুস সালাম

‘ভুয়া স্লোগান’ দিয়ে ‘গায়েব’, জামিনের পর প্রকাশ্যে বিএনপির আব্দুস সালাম

কর্তৃক Editor
০ মন্তব্য 129 ভিউজ

রাজনীতি ডেস্ক:

পল্টন, রমনা, মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় দায়েরকৃত ১২টি নাশকতা মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

রোববার (৩ মার্চ) দুপুরে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ আগাম জামিনের এই আদেশ দেন।

প্রায় চার মাস পর এদিন প্রকাশ্যে দেখা গেল আব্দুস সালমকে। ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর তাকে কোথাও দেখা যাচ্ছিল না। অথচ তার আগে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সমাবেশে ‘নজরকাড়া চটকদার’ বক্তব্য দিয়ে আলোচনায় আসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক। বিভিন্ন সময় বক্তব্যে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। যা সামাজিক মাধ্যমে ভাইরালও হয়।

২৮ অক্টোবর সংঘর্ষের পর হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি। এরপর লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করলেও এগুলোতে দেখা যায়নি আব্দুস সালামকে। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিলো। তবে আজ তাকে আদালতে দেখা যায়।

আব্দুস সালামের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিএনপি নেতা আব্দুস সালামের বিরুদ্ধে রাজধানীর পল্টন, রমনা, মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মুঞ্জুর করেন।

অন্যদিকে বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জেষ্ঠ্য সদস্য ইন্জিনিয়ার ইশরাক হোসনের বাকি ১টি মামলাও আগাম জামিন মঞ্জুর হয়। ফলে বিএনপি নেতা আব্দুস সালাম ও ইশরাক হোসন সবকয়টি মামলায় আগাম জামিন পেলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন