হোম খেলাধুলা ‘তরুণদের সামনে এই উদাহরণগুলো রয়েছে’

‘তরুণদের সামনে এই উদাহরণগুলো রয়েছে’

কর্তৃক Editor
০ মন্তব্য 134 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

ফরচুন বরিশালের হয়ে বিপিএলে শিরোপা জিতে তামিম ইকবাল যতটা খুশি হয়েছেন, তার চেয়ে বেশি খুশি হয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ সেটি উঁচিয়ে ধরতে পারায়। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তামিম।

শুক্রবার (১ মার্চ) বিপিএলের ফাইনাল ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জেতে ফরচুন বরিশাল। এটি মুশফিক ও মাহমুদউল্লাহরও প্রথম শিরোপা।

ম্যাচ শেষে তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে তামিম বলেন, ‘তারা দারুণ প্রফেশনাল ক্রিকেটার। তাদের মধ্যে যদি কেউ বাংলাদেশের ক্রিকেটার অনুপ্রেরণা হিসেবে নিতে চায়, মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, একটা মাঠের পারফরম্যান্স হওয়ার আগে মানুষ কীভাবে প্রস্তুত হয়, সেটা মুশফিকের চেয়ে আর ভালো কেউ করতে পারবে না এবং মাহমুদউল্লাহ রিয়াদও। উনার ডেডিকেশন বিশ্বকাপে আমরা দেখেছি। যদিও বিশ্বকাপে যা হয়েছে সেটি ভালো না। কিন্তু সে ফিরে এসে রান করেছে। যদি কোনো তরুণ ক্রিকেটারের কিছু শেখার থাকে, তাহলে ওরা নিজেরাই শিখে নিবে। কারণ ওদের সামনেই এই উদাহরণগুলো আছে।’

এ দিকে দশম বিপিএল ও সেটি জয়ের পেছনে মুশফিকের অবদান নিয়ে তামিম ইকবাল বলেন, ‘আমি মুশফিকের ব্যাপারে একটা কথা বলি। সাধারণত আমরা ক্রেডিটটা অনেকসময় ঠিকভাবে দেই না। আমি মনে করি, যার যতটুকু অবদান রয়েছে, তাকে ততটুকু দেওয়া উচিত। এই টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন আমি মুশফিকের সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি, তুই কী মাঠের জিনিসগুলো দেখতে পারবি? বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো – এগুলো দেখতে হবে।’

মুশফিক তামিমের অনুরোধ সাড়া দেওয়ায় বরিশালের অন্যান্য বিষয় দেখতে পেরেছেন বলে জানান। তিনি বলেন, ‘এতে আমি বাইরের বিষয়গুলো দেখতে পেরেছি। কোন খেলোয়াড় আসছে, কোন খেলোয়াড় যাচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। এই সবগুলো যখন প্রথম কয়েকটা ম্যাচে করছিলাম, তখন সেটি আমার জন্য একটু বেশিই হয়ে যাচ্ছিল। আমি এর আগে যেটা বলেছি, মিজান ভাই (বরিশালের মালিক) পুরো জিনিসটা আমার ওপরে ছেড়ে দিয়েছিলেন। আর এই টুর্নামেন্টে এতগুলো বিদেশি আসছে-যাচ্ছে, সাধারণত স্থায়ী কেউ থাকলে খুব বেশি একটা সমস্যা হয় না। সুতরাং আমি মুশফিককে মাঠের বিষয়টি দেখতে বলেছিলাম। সে এই বিষয়ে খুবই আন্তরিক ছিল। তার এই কাজের কারণে আমার নিজের ওপরেও চাপটা অনেক কমে গেছিল। আমি আমার ক্রিকেটের ওপর, ব্যাটিংয়ের ওপরে মনোযোগ দিতে পেরেছি।’

মুশফিককে নিয়ে তামিম আরও বলেন, ‘আপনারাও দেখে থাকবেন, সে প্রচুর কাজ করেছে। সেজন্য আমাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে তাকে। আর এই শিরোপা আমার চেয়েও বেশি যদি কারো প্রাপ্য হয়, তাহলে আমাকে মুশফিকের নাম বলতে হবে। কারণ সে অনেক ভালো কিছু করেছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন