হোম জাতীয় ঢাকার সব রেস্টুরেন্টই বিপজ্জনক: ফায়ারের সাবেক পরিচালক

ঢাকার সব রেস্টুরেন্টই বিপজ্জনক: ফায়ারের সাবেক পরিচালক

কর্তৃক Editor
০ মন্তব্য 103 ভিউজ

জাতীয় ডেস্ক:

ঢাকার সব রেস্টুরেন্টই বিপজ্জনক বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের সাবেক পরিচালক (অপারেশন্স) এ কে এম শাকিল নেওয়াজ। শুক্রবার (১ মার্চ) সকালে সময় সংবাদকে তিনি এ কথা জানান।

সাবেক পরিচালক বলেন, ‘প্রকৌশল শৈলীতে সব সমস্যা। ভবন মালিকরা সামান্য লাভের জন্য পারলে সিঁড়ি না রেখে ভবন তৈরি করতে চান।’

বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে কমপক্ষে তিনটি সিঁড়ি থাকার প্রয়োজন ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সেখানে মাত্র একটি ভবন। এছাড়া ভবনে কাঁচ থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়।’

ঢাকার প্রায় চার হাজার রেস্টুরেন্ট রয়েছে, যেগুলোর মধ্যে এক শতাংশেরও নিরাপত্তা ব্যবস্থা নেই বলে জানিয়েছেন শাকিল নেওয়াজ।

বেইলি রোডের ঘটনায় ভবন মালিক থেকে সিটি করপোরেশনের কেউই দায় এড়াতে পারেন না বলেও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে পুলিশ, আনসার, র‌্যাব ও এনএসআই। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় আহতদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ভর্তি আছেন। তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকার বহন করছে বলেও জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন