হোম আন্তর্জাতিক পাকিস্তানের সাধারণ নির্বাচন: শপথ নিলেন বেলুচিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা

পাকিস্তানের সাধারণ নির্বাচন: শপথ নিলেন বেলুচিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) পরিষদের ৬৫টি আসনের মধ্যে ৫৮জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নেন।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানায়, পরিষদের জ্যৈষ্ঠ সদস্য জামরাক খান পিরালিজাই অধিবেশনে সভাপতিত্ব করেন এবং আইন প্রণেতাদের শপথ পাঠ করান। এ সময় বিদায়ী স্পিকার মীর মুহাম্মদ খান জামালি অসুস্থতা ও অন্যান্য ব্যস্ততার কারণে সভায় উপস্থিত হননি।

বেলুচিস্তান পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। পরিষদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর পর এই ঘোষণা দেন জামরাক খান পিরালিজাই। তিনি আরও জানান, এই দুই পদে বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। এদিন বিকেল ৩টায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

পিএমএল-এন এবং পিপিপি প্রাদেশিক পরিষদের স্পিকার এবং ডেপুটি স্পিকার পদের জন্য এখনও তাদের প্রার্থী চূড়ান্ত করেনি।

এদিকে, ২৮ ফেব্রুয়ারি নিরাপত্তার কারণে বেলুচিস্তান পরিষদের প্রথম অধিবেশনে অতিথিদের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রাদেশিক পরিষদের কর্মকর্তারা।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ২৮ ফেব্রুয়ারি বেলুচিস্তান পরিষদের অধিবেশনের জন্য সব ধরণের ভিজিটর কার্ড দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং স্পিকার ও ডেপুটি স্পীকার নির্বাচন যাতে কোনো সমস্যা ছাড়াই অনুষ্ঠিত হয় এবং নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন