আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নতুন অভিযোগে অভিযুক্ত করেছেন পাকিস্তানের একটি আদালত।
অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ঘুষ হিসেবে জমি পেয়েছেন ইমরান ও তার স্ত্রী। ইমরান খানের দল পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে থেকেই অন্যান্য মামলায় গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। আর শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
এরইমধ্যে চারটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ১৪ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন ইমরান। এর মধ্যে দুটি দুর্নীতির মামলাও রয়েছে, যার রায়ে ইমরান খান ১০ বছরের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষিত হয়েছেন।
নিরাপত্তার কারণে কারাগারেই তার বিচার চলছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত নির্বাচনে সব প্রতিকূলতা উপেক্ষা করেই সংসদে সর্বাধিক সংখ্যক আসনে জয় পেয়েছেন পিটিআই-সমর্থিত প্রার্থীরা। পিটিআইয়ের দলীয় প্রতীক কেড়ে নেয়ায়, দলটির সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়াই করেছেন।
কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানে গঠিত হচ্ছে জোট সরকার। এজন্য হাত মিলিয়েছে নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি। আর অন্য একটি দলের সঙ্গে জোট করে পার্লামেন্টে বিরোধী পক্ষেই থাকছে ইমরানের দল পিটিআই।