হোম অন্যান্যশিক্ষা ইবিতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের সমন্বয় সভা

ইবিতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের সমন্বয় সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 74 ভিউজ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এপিএ নৈতিকতা কমিটির আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

সভায় এপিএ টিমের আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার। এছাড়াও ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়েশা বিনতে রাশেদ তিথির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

সমন্বয় সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আইনগত বাধ্যবাধকতার মাধ্যমে শুদ্ধাচার পালনের কর্মসূচি হলো এপিএ কর্মসূচি। আমাদের দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, কিন্তু তা একসঙ্গে কিভাবে এগিয়ে নেয়া যায় তা এই সভার মাধ্যমে পাখা মেলতে শুরু করেছে। আমরা পরস্পরের হাত ধরে নিজেরা এগিয়ে যাবো ও দেশকে এগিয়ে নেবো।

মুখ্য আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. সেলিনা আখতার বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে একটি বন্ধন তৈরি হয়েছে। আমাদের সকলকে সবসময় শুদ্ধাচারের চর্চা করতে হবে। প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে দেশ ও জাতি এগিয়ে যাবে। আমরা যদি নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চলি তাহলে আমরা সুন্দর মানুষ হতে পারবো।

এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘পাহাড় ও সমতলের সাংস্কৃতিক মেলবন্ধন’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন