হোম অন্যান্যশিক্ষা নকলে বহিষ্কার ২ পরীক্ষার্থী, ২ শিক্ষককে অব্যাহতি

নকলে বহিষ্কার ২ পরীক্ষার্থী, ২ শিক্ষককে অব্যাহতি

কর্তৃক Editor
০ মন্তব্য 85 ভিউজ

শিক্ষা ডেস্ক:

রাজবাড়ীর পাংশায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্ব অবহেলায় দুই শিক্ষককে আগামী পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- পাটিকাবাড়ী মুহম্মদ আলী খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রুপোসি আক্তার ও কসবামাজাইল এ এইচ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী তানভীর আলম জিসান।

অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন- উপজেলার কোলানগর একাডেমি স্কুলের সহকারী শিক্ষক বিমল কুমার ও সরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাইদ হোসেন মিয়া।

জানা গেছে, উপজেলার পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাজী আব্দুল মাজেদ একাডেমি ভেন্যু ও মাছপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে দুই পরীক্ষার্থী নকল করে পরীক্ষা দিচ্ছিল। এসময় তাদের হাতেনাতে ধরে বহিষ্কার করা হয়।

এছাড়াও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাজী আব্দুল মাজেদ একাডেমি ভেন্যুর একটি কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকারী দুই শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদেরকে আগামী পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ‘আমরা স্বচ্ছ পরীক্ষা নেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দুই শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়েছে। এছাড়া কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকারী দুই শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদের আগামী পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন