হোম জাতীয় রাজশাহীতে গিয়েও অবতরণ না করে ঢাকায় ফিরে এলো বিমান

রাজশাহীতে গিয়েও অবতরণ না করে ঢাকায় ফিরে এলো বিমান

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ

জাতীয় ডেস্ক:

ঢাকা-রাজশাহী রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট কারিগরি সমস্যায় রাজশাহী অবতরণ করতে না পেরে ঢাকায় অবতরণ করেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-রাজশাহী রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৪৮১ বেলা ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ১২টার দিকে ফ্লাইটটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ইঞ্জিনের প্রেশার কম থাকায় ঝুঁকি এড়াতেই অবতরণ না করে আবারও ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে দুপুর সোয়া ১টায়।

পরে ৫৯ জন যাত্রীকে নিয়ে বিকেল ৪টায় ছেড়ে যায় বিমানের আরেকটি ফ্লাইট, যা সোয়া ৫টার দিকে রাজশাহীতে অবতরণ করবে বলে জানিয়েছেন বিমানের স্টেশন ব্যবস্থাপক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন