হোম খুলনাসাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা জুড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কালিগঞ্জ উপজেলা জুড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):

বুধবার “একুশে ফেব্রুয়ারি “রাষ্ট্রভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হলো। বুধবার ছিল অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র, যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ তৎকালীন শাসক গোষ্ঠীর চোখ রাঙানো ১৪৪ ধারা উপেক্ষা করে বুকের তাজা রক্ত দিয়ে জীবনকে উৎসর্গ করে শহীদ বরণ করেন। এই সমস্ত ভাষা শহীদদের স্মরণে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় বুধবার দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছো।

দিবস টি পালনের জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি , যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলিগ, কৃষক লীগ , স্বেচ্ছাসেবক লীগ, সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথক৷ ভাবে কর্মসূচি গ্রহণ3 করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পথম প্রহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী গণ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।

মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সহ মুক্তিযোদ্ধারা পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এর পরে একে একে বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ শাখার সভাপতি মাস্টার নরিম আলি মুন্সিও সাধারণ সম্পাদক এবং তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট র নেতৃত্বে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ শ্রমিকলীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, সাধারণ সম্পাদক ও ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, স্বেচ্ছাসেবক লীগের নুরুজ্জামান যামু , শ্রমিক লীগের শেখ শাহাজালাল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিগঞ্জ শাখার আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান। এ পরপরই কালিগঞ্জ উপজেলা উদিচী শিল্পী গোষ্ঠী, কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি কলেজ, কালীগঞ্জ রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজ, সদর প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন এনজিও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও স্কুল, কলেজে নিজ নিজ উদ্যোগে দিবস টিপালন করে। দিনের কর্মসূচির মধ্যে ছিল সকাল ৭ টায় সরকারি, বেসরকারি অফিস আদালত, হাট, বাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধ নিমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০ টায় অমর একুশে উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং ভাড়া শিমলা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস স্পিকার এবং সহকারি কমিশনার (ভূমি) আজহার আলী মডারেটর এর দায়িত্ব পালন করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় একুশে বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করে বিজয়ী হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দুপুর দুইটায় বাদ জুম্মায় বিভিন্ন মসজিদে ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন