স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর):
ভাষা শহীদদের স্মরণে কেশবপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কেশবপুবাসী স্মরণ করল ভাষা শহীদদের। প্রতি বছরের মতো এবারও ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কেশবপুর পাবলিক মাঠে এ আয়োজন করে উপজেলা প্রশাসন। এর উদ্বোধন করেন কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকারসহ সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। সন্ধ্যার পরপরই মোমবাতির আলোতে আলোকিত হয়ে ওঠে বিশালাকৃতির এ মাঠ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসেন, পৌর সভার কাউন্সিলল কবির হোসেন প্রমুখ।