জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির কার্যকরী পরিষদের (জবিকস) নির্বাচনে জামাল হোসাইন সভাপতি এবং সোহানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন।
নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল ইসলাম ফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছেন- সহ সভাপতি পদে নাজমুল হক, যুগ্ম সাধারণ পদে সম্পাদক মো. মোস্তফা বিন আজিজ, কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া, সমাজকল্যাণ ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ইব্রাহিম।
এছাড়াও প্রচার সম্পাদক পদে মো. গিয়াসউদ্দিন, দপ্তর সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাসরিন আক্তার।
এছাড়াও কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আল আমিন শিকদার, প্রদীপ চৌধুরী, সাইফুদ্দিন সরদার, মো. মিজানুর রহমান এবং শ্যামল কুমার দাস।