হোম রাজনীতি রাজপথ ছাড়বে না বিএনপি: মঈন খান

রাজপথ ছাড়বে না বিএনপি: মঈন খান

কর্তৃক Editor
০ মন্তব্য 78 ভিউজ

রাজনীতি ডেস্ক:

রাজপথে থেকে সুষ্ঠু নির্বাচন ও গণরক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মঈন খান বলেন, দেশে গণতন্ত্র এখন মৃত। সুষ্ঠু নির্বাচন ও গণরক্ষায় বিএনপির আন্দোলন চলবে।

রাজপথে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

একই অনুষ্ঠানে আন্দোলনের মাধ্যমেই ভোটাধিকার ফিরিয়ে আনার কথা জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় নেতাকর্মীদের প্রবেশে বাধা দেয়ার অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

তিনি অভিযোগ করেন, ‘অনুমতি নেয়া থাকলেও ৪৫ মিনিট ধরে সেলিমা রহমানসহ সিনিয়র নেতাদের অনুষ্ঠানের হলরুমে ঢুকতে দেয়া হয়নি।’

এ অবস্থায় আবারও শীর্ষ থেকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীনদের নির্যাতন ও নিপীড়নের চিত্র ফুটে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন