হোম জাতীয় আওয়ামী লীগের তিন মেয়াদে পুলিশে ৮৩ হাজারের বেশি পদ

আওয়ামী লীগের তিন মেয়াদে পুলিশে ৮৩ হাজারের বেশি পদ

কর্তৃক Editor
০ মন্তব্য 134 ভিউজ

জাতীয় ডেস্ক:

দেশের জনসংখ্যার বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদ সৃষ্টিতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে তবলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সরকার দলীয় এমপি মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গত তিন মেয়াদে পুলিশে ৮৩ হাজার ৫৭৭টি পদ বাড়িয়েছে। বিভিন্ন দেশ ও মানদণ্ড তুলনা করে পুলিশে জনবল বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশের মোট মঞ্জুরিকৃত জনবল ২ লাখ ১৪ হাজার ১৭৬টি (পুলিশ পদ ২ লাখ ৩ হাজার ৩৬৭টি এবং নন-পুলিশ পদ ১০ হাজার ৮০৯টি)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন