জাতীয় ডেস্ক:
নিজ এলাকার জনগণকে দেয়া অঙ্গীকার পূরণে বিশেষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা। এর জন্য ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সংসদে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, প্রত্যেক এমপি নির্বাচনী প্রতিশ্রুতি দেন। তাছাড়া তার এলাকার উন্নয়নে এর আগেও একটা থোক বরাদ্দ থাকত। এখন নতুন সরকার এমপিদের নিজ নিজ এলাকার উন্নয়নে কোনো থোক বরাদ্দ দেবে কি না জানতে চান তিনি।
জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা স্ব স্ব এলাকায় উন্নয়নের জন্য মানুষের কাছে অনেক অঙ্গীকার করেন, এটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে সেসব অঙ্গীকার পূরণ করার জন্য এমপিদের যেমন আগ্রহ, তেমনি প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত আন্তরিকভাবে অনুধাবন করেছেন। এর জন্য একটি প্রকল্প করে প্রতিজন এমপির নির্বাচনী এলাকার জন্য ইতোমধ্যে ৫ বছর মেয়াদে ২০ কোটি টাকা দেয়ার প্রক্রিয়াধীন চলছে।
এটি চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রকল্প শেষ হলে, এমপিদের নির্বাচনী এলাকার উন্নয়ন ও অঙ্গীকার পূরণে আবারও নতুন করে প্রকল্প নেয়ার কথা বিবেচনা করা হবে।