হোম জাতীয় বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছেন বলেই আমরা আজ মন্ত্রী-এমপি: গণপূর্তমন্ত্রী

বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছেন বলেই আমরা আজ মন্ত্রী-এমপি: গণপূর্তমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ

জাতীয় ডেস্ক:

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ দিয়ে গেছেন, যার কারণে আমরা কেউ মন্ত্রী, কেউ এমপির মতো অনেক বড়বড় পোস্ট দখল করে আছি। আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে কৃতজ্ঞতার শেষ নেই।’

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সদর পরিষদ চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে। এ সময় তিনি কৃতজ্ঞতা জানান যারা ভাষার জন্যে লড়াই করেছেন। বিশেষ করে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত, সালাম, বরকত, রফিক জব্বার, যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন কারা ভোগ করেছেন- তাদের সবার প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী।

সংবর্ধনার জবাবে মন্ত্রী বলেন, ‘আল্লাহ রাব্বুল আল-আমিন আমাকে শেখ হাসিনার দয়ায় তার মন্ত্রীসভায় স্থান করে দিয়েছেন। জাতিরজনক বঙ্গবন্ধু আমাদের একটি দেশ দিয়ে গেছেন; যার কারণে আমরা কেউ মন্ত্রী, কেউ এমপি অনেক বড়বড় পোস্ট দখল করে আছি।

মন্ত্রী বলেন, যারা আমার জন্য নির্বাচনে কাজ করেছেন, পরিশ্রম করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি। তাদের কাছে আমার ঋণের শেষ নেই। যারা আমাকে ভোট দেননি। বিরোধিতা করেছেন, আমি তাদেরও প্রতিনিধি। আজকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য উপস্থাপন করতে চাই না। আমি সব মানুষের প্রতিনিধি। আগামী দিনগুলোতে সেইভাবেই হাজির হব।

তিনি বলেন, আপনাদের দানের কোনো প্রতিদান হয় না। আমি শুধু বলব নির্বাচনের আগে আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো আমি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় বাস্তবায়ন করব। রিক্ত আমি, নিঃস্ব আমি; দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা; দিয়ে গেলাম তাই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সেলিম শেখ, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক, এমএইচ মাহাবুবুল আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষদের নেতা আল আমিনুল হক পাভেলসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন