হোম রাজনীতি গ্যারান্টি দিলাম, প্রধানমন্ত্রী জিনিসের দাম কমাতে পারবেন না: মান্না

গ্যারান্টি দিলাম, প্রধানমন্ত্রী জিনিসের দাম কমাতে পারবেন না: মান্না

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ

রাজনীতি ডেস্ক:

একটা ব্যাংক ‘দরবেশ বাবাকে’ ২২ হাজার কোটি টাকা দিয়েছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সব টাকা লুট করে বিদেশে পাঠিয়ে দিলে দেশ চলবে কী করে?

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকার বারবার বললেও দাম কমাতে পারছে না মন্তব্য করে মান্না বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তিনি নিজে দায়িত্ব নিয়েছেন। কিন্তু গ্যারান্টি দিলাম, প্রধানমন্ত্রী জিনিসের দাম কমাতে পারবেন না।

সিন্ডিকেটের লাগাম না টেনে বরং ওদের থেকে টাকা নিয়ে সরকার নিজের দল চালায় বলেও অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি।

ক্ষমতাসীনদের উদ্দেশ করে মান্না আরও বলেন, গ্রেফতার ও নির্যাতন করে আন্দোলন বন্ধ করতে পারবেন না। চলমান আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করে বলেন, রাষ্ট্র ক্ষমতাকে সরকার দলীয়ভাবে ব্যবহার করছে। আদালতকেও প্রভাবিত করে ক্ষমতাসীনরা। তাদের হাত লম্বা। তাদের কাজ গ্রাম থেকে শহরে চাঁদার বাক্স ভরা।

তিনি বলেন, ঋণ খেলাপী নয়, এগুলো পাচার করা হচ্ছে। অভিবাসনের কথা বলে টাকা পাচারের পাঁয়তারা করে সরকার, এজন্যই অবৈধ হুন্ডি ব্যবসা রমরমা। আচারের বিচার তো দূরের কথা, তদন্তও হয় না।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার হয়েছেন, গণতন্ত্র মঞ্চের নেতারা গ্রেফতার হন। তারা ৩ মাসের আগে জামিন পান না, কিন্তু শাহজাহান ওমর জামিন পান। রাজপথ মানুষের দখলে যাবে, সেদিন দেরি নেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন