খুলনা অফিস:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনা নগর প্রান্তে খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় দুই গ্রপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছে। নিহতরা হলেন গোলাম রসুল ও নজরুল ইসলাম। খানজাহান আলী থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের পর ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মারা যায়। অন্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়েছে।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই গ্রপের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এলাকাবাসী জানায়, মশিয়ালীতে জাফরিন, জাকারিয়া ও মিল্টন তিন ভাইয়ের একটি বাহিনী রয়েছে। তাদের সাথে এলাকার ফকির গংদের দীর্ঘদিনের সত্রুতা রয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে ফকির গংদের সাথে মিল্টনের মেয়েলি একটি ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়।
পরে ফকির গংরা ওই তিন ভাইয়ের বাড়িতে হামলা চালাতে যায়। এসময়ে তারা তিন ভাই জাকারিয়ার নেতৃত্বে গণহারে গুলি চালায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান।