হোম ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেলে দুধের সন্তানকে অন্যের কোলে দিয়ে উধাও মা

সোহরাওয়ার্দী মেডিকেলে দুধের সন্তানকে অন্যের কোলে দিয়ে উধাও মা

কর্তৃক Editor
০ মন্তব্য 115 ভিউজ

অনলাইন ডেস্ক:

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাসের কন্যা সন্তানকে রেখে লাপাত্তা মা। কয়েক ঘণ্টায়ও মায়ের সন্ধান না পাওয়ায় শিশুটিকে নিয়ে বেকায়দা পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও তাকে শিশু ওয়ার্ডে রেখে দেখভাল করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে অসুস্থ ছেলেকে নিয়ে আসা এক নারীর কাছে বাচ্চাটিকে দিয়ে লাপাত্তা হয়ে যান মা। তার খোঁজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, শিশু ওয়ার্ডে স্টাফ হাসি বেগমের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি। কিছু সময় পর পর কান্না করছে। যদিও ফিডারে শিশুটিকে খাওয়ানোর চেষ্টা চলছে।

হাসপাতালের লোকজন জানান, বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় বারান্দায় বসেছিলেন নারায়ণগঞ্জ থেকে ছেলেকে নিয়ে আসা মাসুদা। এ সময় এক নারী তার কাছে কিছুক্ষণের জন্য রাখতে বলেন বাচ্চাটিকে।

সন্ধ্যা নামলেও শিশুটির মায়ের কোনো হদিস পাওয়া যায়নি। পরে মাসুদা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। বিষয়টি জানাজানির হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছে শিশুটির। বর্তমানে তাকে শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।

হাসপাতালে আসা রোগী ও স্বজনদের দাবি, এভাবে দুধের বাচ্চাকে কেউ ফেলে রেখে যায়। এ কেমন মা? এমন হীন কর্মকাণ্ডের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া দরকার। ফুটফুটে এই শিশুটি যেন তার মায়ের কোল খুঁজে পায়, সেই আশা প্রকাশ করেন তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন