হোম অর্থ ও বাণিজ্য বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি, সামান্য কমেছে খাদ্য

বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি, সামান্য কমেছে খাদ্য

কর্তৃক Editor
০ মন্তব্য 80 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শুন্য দশমিক ৪৫ শতাংশ। তবে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০২ শতাংশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সর্বশেষ তথ্যানুযায়ী, জানুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৬ শতাংশ হয়েছে, গত ডিসেম্বরে যেটি ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।

দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে জানুয়ারিতে। এ মাসে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। ডিসেম্বরে যেটি ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ।

এদিকে ডিসেম্বরে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৫২ শতাংশ থাকলেও জানুয়ারিতে সেটি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে।

এ ছাড়া জানুয়ারিতে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭০ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৪১ দশমিক ৮৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ ৯ দশমিক ১৯ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির পরিমাণ ৯ দশমিক ৪৩ শতাংশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন