হোম আন্তর্জাতিক পাকিস্তানে মরিয়ম নওয়াজের চমক

পাকিস্তানে মরিয়ম নওয়াজের চমক

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এর সহসভাপতি ও নওয়াজ শরীফের কন্যা মরিয়াম নওয়াজকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পিএমএল-কিউ প্রধান চৌধুরি সুজাত হুসাইনের বাসায় পিএমএল-এন প্রেসিডেন্ট শেহবাজ শরীফ এক যৌথ সংবাদ সম্মেলনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করার সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব থেকে এসেছে।

শেহবাজ শরীফ বলেন, তিনি পিএমএল-এন, পিপিপি এবং এমকিউএম-পি এই তিন গুরুত্বপূর্ণ দলের জন্য যৌথ প্রধানমন্ত্রীর পদে মনোনীত হয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য পিএমএল-এনের প্রার্থী মরিয়ম নওয়াজকে সমর্থন দিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তবে পাঞ্জাবের জন্য দলটির পক্ষ থেকে কোন কৌশলগত নীতির কথা জানায়নি দলটি।

এদিকে, খাইবার পাখতুনখোওয়া প্রদেশে আলী আমিন গান্দাপুরকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আদিয়ালা কারাগারের ভেতরে সংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথাবার্তা বলার সময় আলী আমিন গান্দাপুরকে কে-পি তে মুখমন্ত্রী হিসেবে মনোনীত করার ঘোষণা দেন পিটিআই নেতা ইমরান খান। খাইবার পাখতুনখোওয়া প্রদেশে নিজ দলের ভালো ফলাফল করার বিষয়টি উল্লেখ করে ইমরান খান বলেন,‘কে-পি তে মুখ্যমন্ত্রী আল আমিন গান্দাপুরই হবেন।’

পরে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরানের পক্ষ হয়ে এই ঘোষণা দেন পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সচিব রউফ হাসান।

আলী আমিন গান্দাপুর গত পিটিআই সরকারে কাশ্মীর বিষয়ক ফেডারেল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু মরিয়ম নওয়াজের কোনও আইনসভায় কাজ করার বা ফেডারেল বা প্রাদেশিক সরকারের কোনও নির্বাহী পদে কাজ করার অভিজ্ঞতা নেই।

২০২৩ সালের জানুয়ারিতে পিএমএল-এন দলের সিনিয়র সহসভাপতি এবং প্রধান সংগঠক নির্বাচিত হন মরিয়ম নওয়াজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন